নিত্যনতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ, প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করছে। এবার এই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি তার ব্যবহারকারীদের একটি বিশেষ ক্ষমতা দিতে চলেছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এবার নিজেরাই নিজেদের মেসেজ করতে পারবেন। হোয়াটসঅ্যাপের এই নতুন সেলফ-চ্যাট ফিচারটি অ্যাপের বেটা পরীক্ষকদের জন্য চালু করা হয়েছে। শিগগিরই সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এই সেলফ-চ্যাট ফিচার ব্যবহার করতে পারবেন।
এই নতুন ফিচার তার ব্যবহারকারীদের নিজস্ব চ্যাট উইন্ডো স্পেস ব্যবহার করতে দেবে, যার মাধ্যমে তাঁরা কোনও নোট নেওয়া, কী করবেন-কী করবেন না, তার তালিকায় তৈরি করা, এমনকি লিংক থেকে শুরু করে বিভিন্ন ফাইলও রেডি করে রাখতে পারবেন।
ডব্লিউএবেটাইনফোর-র স্ক্রিনশট থেকে দেখা গেছে, ব্যবহারকারীরা নিজেদের কনট্যাক্ট স্ক্রল করতে-করতে একটি ‘ইউ’ অপশন দেখতে পাবেন, যা আসলে ওই ব্যবহারকারীর ব্যক্তিগত নম্বর। এখান থেকেই নিজেকে মেসেজ পাঠাতে পারবেন ব্যবহারকারী অ্যাপের নতুন ভার্সন থেকে ব্যবহারকারীরা নিজেদেরই মেসেজ পাঠাতে পারবেন।
ডিবিটেক/বিএমটি