সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মেসেজিং অ্যাপগুলোতে স্টোরিজ ফিচারের জনপ্রিয়তা বেড়েই চলেছে। আর তাই এবার স্ন্যাপচ্যাটের মতো বন্ধুদের সাথে ছবি শেয়ারিংয়ের ফিচার চালু করলো সিকিউর মেসেজিং সেবা সিগন্যাল। মূলত এটি স্টোরিজ ফিচার, যার মাধ্যমে শেয়ার করা ছবি ২৪ ঘন্টা পর্যন্ত প্রদর্শিত হবে।
মাসখানেক আগে মেসেজিং অ্যাপ আনার ঘোষণা দেয়। তখন স্টোরিজ ফিচারটি বেটা সংস্করণে রয়েছে বলে জানানো হয়। অবশেষে সেটি সবার জন্য উন্মুক্ত হচ্ছে।
স্টোরিজ শেয়ার করার পর সেটি মুছে ফেলা না হলে ২৪ ঘন্টা প্রদর্শিত হবে। এটি এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ফিচার, ফলে যাদের সাথে শেয়ার করা হবে শুধুমাত্র তারাই দেখতে পারবেন। সহকর্মী, বন্ধু এমন আলাদা আলাদা ক্যাটাগরিতে স্টোরিজ শেয়ার করা যাবে।
বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে স্টোরিজ ফিচারটি চালু করা হয়েছে। শিগগিরই ডেস্কটপে ফিচারটি আসবে বলে জানিয়েছে সিগন্যাল।
ডিবিটেক/বিএমটি