ভারতে মেটার প্রধান অজিত মোহন নিজের পদ থেকে সরে দাঁড়ালেন। সামাজিক যোগাযোগ মাধ্যমটি এই খবর নিশ্চিত করেছে।
মেটা জানিয়েছে, অন্য সংস্থায় সুযোগ পাওয়ার কারণে অজিত মোহন নিজেই মেটা থেকে পদত্যাগ করেছেন। সংস্থার তরফে জানানো হয়, ফেসবুকের প্রতিদ্বন্দ্বী ‘স্ন্যাপ’-এ যোগ দিতে চলেছেন অজিত মোহন। মেটার গ্লোবাল বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট নিকোলা মেন্ডেলসোহন নিশ্চিত করে জানান যে অজিত মোহন সংস্থা ছাড়ছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারিতে ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদে যোগদান করেন তিনি। তাঁর সময়কালে ভারতে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি বেড়েছে।
অজিত মোহনের বিদায় বেলায় সংস্থার অন্যতম শীর্ষ কর্তা নিকোলা মেন্ডেলসোহন এক বিবৃতি প্রকাশ করে বলেন, ‘গত চার বছরে তিনি (অজিত মোহন) ভারতে আমাদের সংস্থার কার্যক্রম সামলেছেন এবং সংস্থার পরিসর বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। লক্ষ লক্ষ ভারতীয় ব্যবসা, অংশীদার এবং লোকেদের পরিষেবা দিতে পেরেছে মেটা। আমরা ভারতের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের সমস্ত কাজ এবং অংশীদারিত্ব চালিয়ে যাওয়ার জন্য একটি শক্তিশালী দল রয়েছে। আমরা অজিতের নেতৃত্ব এবং অবদানের জন্য কৃতজ্ঞ এবং ভবিষ্যতের জন্য তাঁর মঙ্গল কামনা করি।’
এদিকে অজিত মেটার ম্যানেজিং ডিরেক্টর পদ সামলানোর আগে হটস্টারের সঙ্গে যুক্ত ছিলেন চার বছর। স্টার ইন্ডিয়াকে হটস্টার চালু করার জন্য তিনি রাজি করিয়েছিলেন। স্ন্যাপে অজিত এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান হিসেবে যোগ দিচ্ছেন।
ডিবিটেক/বিএমটি