আগামী বছর অ্যান্ড্রয়েডে ডেডিকেটেড স্ট্রিট ভিউ অ্যাপ বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে গুগল। ইতিমধ্যেই প্রযু্ক্তি জায়ান্টটি স্ট্রিট ভিউ অ্যাপের জন্য অনেকগুলো শাট-ডাউন বার্তা প্রস্তুত করেছে।
এক বিজ্ঞপ্তিতে কোম্পানি ব্যবহারকারীদেরকে স্ট্রিট ভিউ অ্যাপের পরিবর্তে গুগল ম্যাপ বা স্ট্রিট ভিউ স্টুডিওতে যাওয়ার পরামর্শ দিয়েছে গুগল, কারণ স্ট্রিট ভিউ অ্যাপটি ২০২৩ সালের ২১ মার্চ বন্ধ করে দেয়া হবে।
গুগলের এক প্রতিবেদনে বলা হয়, আপনার নিজস্ব ৩৬০ ভিডিও প্রকাশ করতে, স্ট্রিট ভিউ স্টুডিওতে সুইচ করুন। স্ট্রিট ভিউ দেখতে এবং ফটোস্ফিয়ার যোগ করতে, গুগল ম্যাপস ব্যবহার করুন।
উল্লেখ্য, ২০১৫ সালে স্ট্রিট ভিউকে নিজস্ব অ্যাপে চালু করে গুগল। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মে অ্যাপটি আনা হয়।
ডিবিটেক/বিএমটি