জাপানে প্রথম ডাটা সেন্টার স্থাপনের পরিকল্পনা প্রকাশ করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে বিস্তৃত ও বড় পরিসরে বিনিয়োগের অংশ হিসেবে এ উদ্যোগ হাতে নেয়া হয়েছে। এজন্য ৬৯ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যালফাবেট মালিকানাধীন গুগল। খবর টেকটাইমস।
খবরে বলা হয়, নতুন ডাটা সেন্টারটি চিবা প্রিফেকচারের ইনজাইতে অবস্থিত। অ্যালফাবেট ও গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাই এক ব্লগপোস্টের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।
পিচাইয়ের মতে, আন্তর্জাতিক অর্থনীতিতে জাপানকে যুক্ত করার জন্য সংস্থাটির যে আকাঙ্ক্ষা চিবায় তৃতীয় এশিয়ান ডাটা সেন্টার চালুর মাধ্যমে সেটি অনেকটাই পূরণ হবে। অন্যান্য সেন্টার তাইওয়ান ও সিঙ্গাপুরে অবস্থিত।
স্থানীয় অবকাঠামোর উন্নয়নে প্রযুক্তি জায়ান্টটি যে ৭৩ কোটি ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিবার পরিকল্পনাটি তার একটি অংশমাত্র। গত বছর থেকে এ বিনিয়োগ চলমান রয়েছে এবং ২০২৪ সাল নাগাদ চলমান থাকবে। ডাটা সেন্টার স্থাপন ছাড়াও গুগল বর্তমানে টোপাজ নামে সমুদ্রের তলদেশ দিয়ে নতুন কেবল সংযোগ উন্নয়নে কাজ করছে। এর মাধ্যমে জাপান ও কানাডা একে অন্যের সঙ্গে যুক্ত হবে।
ডিবিটেক/বিএমটি