উইন্ডোজের তুলনায় লিনাক্সকে অনেকেই নিরাপত্তার দিক থেকে নিরাপদ মনে করেন। তবে তাদের জন্য খারাপ খবর দিয়েছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, গত বছরের প্রথমার্ধের তুলনায় ২০২২ সালের প্রথমার্ধে লিনাক্স অপারেটিং সিস্টেমে র্যানসমওয়্যার আক্রমণের হার ৭৫ শতাংশ বেড়েছে। খবর আইএএনএস।
ট্রেন্ড মাইক্রোর একদল বিশেষজ্ঞ ২০২২ সালের প্রথমার্ধে র্যানসমওয়্যার হামলার বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। গবেষকরা বলেন, দ্রুত বিস্তারের পাশাপাশি বেশি অর্থ আদায়ে হামলাকারীরা কীভাবে র্যানসমওয়্যারকে অ্যাজ আ সার্ভিস (আরএএএস বা র্যাস) হিসেবে ব্যবহার করেছে সেটি আমরা দেখতে পেয়েছি। বড় ধরনের হামলার ক্ষেত্রে নতুন ধরনের র্যানসমওয়্যার ব্যবহার করেছে এবং লিনাক্সভিত্তিক সিস্টেমে হামলা বেড়েছে।
তথ্যানুযায়ী, ২০২২ সালের প্রথম ছয় মাসে ৬৭টি সক্রিয় আরএএএস ও চাঁদা আদায়কারী গ্রুপ এবং ১ হাজার ২০০টি ভুক্তভোগী প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গিয়েছে। র্যানসমওয়্যার পরিচালনাকারীরা ক্লাউড পরিষেবায় আক্রমণের জন্য তথাকথিত ও নতুন পদ্ধতি ব্যবহার করেছে। চলতি বছর গবেষকরা চিয়ারসক্রিপ্ট নামের নতুন একটি র্যানসমওয়্যারের সন্ধান পেয়েছেন। ইএসএক্সআই সার্ভারে আক্রমণের জন্য এটি ব্যবহার করা হয়েছিল।
প্রকাশিত খবরে বলা হয়, চলতি বছর হ্যাকাররা ক্রিপ্টো অ্যাসেট চুরি করা অব্যাহত রাখবে।
ডিবিটেক/বিএমটি