গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে সাবস্ক্রিপশন সেবা চালু করলো স্ন্যাপচ্যাট। মাসে ৪ ডলারের বিনিময়ে ব্যবহারকারীরা বিভিন্ন সেবা সবার আগে ব্যবহারের পাশাপাশি শুধুমাত্র তাদের জন্যই কিছু বাড়তি সেবা গ্রহণ করতে পারবেন। খবর এনগ্যাজেট।
চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানী, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে এই সেবা চালু হচ্ছে।
প্রিমিয়াস সেবার গ্রাহকরা চাইলে অ্যাপ আইকন পরিবর্তন করতে পারবেন। এছাড়া যেকোনো স্টোরি পুনরায় দেখা এবং চ্যাট স্টোরির উপরে ‘বিএফএফ’ হিসেবে একজন বন্ধুকে পিন করে রাখতে পারবেন।
স্ন্যাপ মূলত বিজ্ঞাপনের উপর নির্ভর করে আয় করে থাকে। ফলে সাবস্ক্রিপশন সেবাটি আয়ের আরেকটি পথ উন্মুক্ত করলো।
ডিবিটেক/বিএমটি