আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের অ্যাপল কর্মীরা ইউনিয়ন গড়ার পক্ষেই ভোট দিয়েছেন। এর আগেও ইউনিয়ন গড়ার দাবি উঠেছিল কিন্তু অ্যাপলের তরফে সেটি ভেস্তে দেওয়া হয়েছিল। খবর রয়টার্স।
জানা গেছে, মেরিল্যান্ডের বাল্টিমোর শহরের টাউসনের অ্যাপল স্টোরের ১১০ কর্মীর মধ্যে ৬৫ জন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেশিনিস্টস অ্যান্ড অ্যারোস্পেস ওয়ার্কার্স (আইএএম)-এ যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। বিরুদ্ধে ভোট দিয়েছিল ৩৩ জন।
আইএএম-এর তরফে জানানো হয়েছে, আমেরিকার ২৭০টির বেশি অ্যাপল স্টোরের মধ্যে এই প্রথম একটি স্টোর ইউনিয়নের সঙ্গে যুক্ত হল। এর মাধ্যমে ইতিহাস সৃষ্টি হল, মনে করছে আইএএম কর্তৃপক্ষ।
আইএএম-এর আন্তর্জাতিক সভাপতি রবার্ট মার্টিনেজ জুনিয়র বলছেন, ‘টাউসনের অ্যাপল স্টোরের কোর কর্মীরা জয়লাভ করেছেন, তাঁদের সাহসকে কুর্নিশ জানাই। সেই সঙ্গে আশা করছি এই নির্বাচনের ফলাফলকে সম্মান জানাবেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক।’
ইউনিয়ন বলেছে যে টাউসন স্টোরের কর্মীরা সংগঠিত কর্মচারীদের জোটের সাথে টিম কুককে একটি চিঠি পাঠাতে ‘সংগঠিত করার সিদ্ধান্ত সম্পর্কে তাকে অবহিত’ করার জন্য এবং তাদের ইউনিয়ন করার প্রচেষ্টাকে নিরুৎসাহিত বা অবরুদ্ধ না করার আহ্বান জানিয়েছিল।
ডিবিটেক/বিএমটি