নতুন এম২ চিপ উন্মোচন করেছে অ্যাপল। প্রযুক্তি জায়ান্টটির চলমান ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে এম সিরিজের দ্বিতীয় প্রজন্মের এই চিপ উন্মোচন করা হয়। আগের প্রজন্মের চেয়ে আরও উন্নত পারফরমেন্স দেবে নতুন চিপসেট, দাবি অ্যাপলের। খবর জিএসএম এরিনা।
নিজস্ব এআরএম সিলিকন নকশার ভিত্তিতে নতুন এম২ চিপ চানানো হয়েছে। ৫ ন্যানোমিটার প্রযুক্তির এই চিপসেটটিতে ট্রানজিস্টরের সংখ্যা দুই হাজার কোটি, যা আগের সংস্করণের তুলনায় ২৫ শতাংশ বেশি।
খবরে বলা হয়, অধিক ট্রানজিস্টরের কারণে ডিভাইস পারফরমেন্স দেখাবে। এম১ চিপের তুলনায় এম২ চিপের সিপিইউ-এর গতি ১৮ শতাংশ এবং জিপিইউ-এর গতি ৩৫ শতাংশ বেশি হবে, এমনটাই দাবি করেছে অ্যাপল।
বাজারে বিদ্যমান ১০-কোরের ল্যাপটপ চিপের তুলনায় ১.৯ শতাংশ দ্রুতগতির হবে এম২-এর পারফরমেন্স। চিপটির মেমোরি ব্যান্ডওয়াইডথ ১০০ জিবিপিএস এবং ধারণক্ষমতা ২৪ গিগাবাইট- যা এম১ চিপের তুলনায় দ্বিগুণ।
প্রথম ডিভাইস হিসেবে এম২ চিপ পাচ্ছে অ্যাপলের জনপ্রিয় ল্যাপটপ মডেল, ম্যাকবুক এয়ার। নতুন চিপের পাশাপাশি ডব্লিউডব্লিউডিসিতে নতুন ম্যাকবুক এয়ারও দেখিয়েছে অ্যাপল। এবারের ম্যাকবুকের নকশায় বেশ পরিবর্তন এনেছে অ্যাপল।
ডিবিটেক/বিএমটি