১৪ বছর যাবত ফেসবুকের মূল কোম্পানি মেটা’র প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্বপালন করা শেরিল স্যান্ডবার্গ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তার আকস্মিক পদত্যাগের ঘোষণায় মেটার শেয়ার দর প্রায় ৪ শতাংশ নেমে যায়।
নিজের ফাউন্ডেশন ও জনহিতকর কাজে সময় দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ফেসবুকে লিখেছেন স্যান্ডবার্গ। তবে শেরিল স্যান্ডবার্গ মেটা’র বোর্ডের সদস্য হিসেবে থাকবেন। তার স্থলাভিষিক্ত হবেন ফেসবুকের আরেক কর্মকর্তা জাভিয়ের অলিভান।
পদত্যাগ বিষয়ে ৫২ বছর বয়সী শেরিল স্যান্ডবার্গ জানান, কাজ শুরু করার সময় তিনি ভেবেছিলেন যে এখানে তিনি পাঁচ বছর থাকবেন। তবে দেখতে দেখতে ১৪ বছর কেটে গেল। তার অধীনে গত বছর প্রায় ১২০ বিলিয়ন ডলার আয় করেছে ফেসবুক। ফেসবুককে একটি স্টার্টআপ থেকে মাল্টিবিলিয়ন ডলারের বিজ্ঞাপন পাওয়ার হাউসে রূপান্তরিত করতে মেধা ও শ্রমের সর্বোচ্চটুকু ঢেলে দেয়ার কারণে বিশ্বব্যাপী ব্যবসার অন্যতম স্বীকৃত ব্যক্তিত্ব হয়ে উঠেন শেরিল স্যান্ডবার্গ।
এদিকে স্যান্ডবার্গের এই ঘোষণার পরই মেটা ও ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ একটি পোস্ট করে লেখেন, ‘তিনি (শেরিল স্যান্ডবার্গ) আমাকে অনেক কিছু শিখিয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহুর্তে আমার সঙ্গে ছিলেন।’ জুকারবার্গ নিজের ফেসবুক পোস্টে আরও লেখেন, ‘শেরিলের সঙ্গে এই সংস্থা চালানোর কথা আমার মনে পড়বে। তার পদত্যাগ একটি যুগের সমাপ্তি। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জন্য সুযোগ তৈরি করেছেন স্যান্ডবার্গ। আজকের মেটার সাফল্যের পেছনে তার অনেক অবদান।’
জাকারবার্গের বয়স যখন ২৩ বছর, শেরিল স্যান্ডবার্গ ২০০৮ সালে তখন ফেসবুকে যোগ দেন। স্যান্ডবার্গের হাত ধরেই তখনকার ছোট্ট প্রতিষ্ঠানটি আজকের শক্তিশালী লাভজনক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়। একটি সামাজিক মিডিয়া জায়ান্টে পরিণত করার মূল চাবিকাঠি ছিলেন শেরিল স্যান্ডবার্গ। তার সময়ে গত বছর প্রায় ১২০ বিলিয়ন ডলার আয় করেছে ফেসবুক।