এখন অনেক অ্যান্ড্রয়েড ফোনেই অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটি রয়েছে। এই ফিচারের মাধ্যমে ফোনের ডিসপ্লে লক থাকলেও নোটিফিকেশনসহ গুরুত্বপূর্ণ বেশকিছু তথ্য সবসময়ই দেখা যায়। দীর্ঘদিন ধরেই আইফোনে এই ফিচারটির প্রত্যাশা করছে অ্যাপলপ্রেমীরা। গতবছর আইফোন ১৩ এ ফিচারটি আনার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত অ্যাপল তাদের পরিকল্পনা পরিবর্তন করে।
এদিকে, অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) অনুষ্ঠিত হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এরই মধ্যে আইওএস অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ ‘আইওএস ১৬’ সম্পর্কে নানা তথ্য পাওয়া যাচ্ছে।
ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গারম্যান জানিয়েছেন, আইওএস ১৬ এর মাধ্যমে পরবর্তী আইফোনে অলওয়েজ অন ফিচারটি থাকতে পারে। স্ক্রিণ বন্ধ থাকলেও দিন, তারিখ, সময়, আবহাওয়া এবং নোটিফিকেশন স্ক্রিণ অন না করেই দেখা যাবে। প্রাথমিকভাবে পরবর্তী আইফোনের প্রো সংস্করণে এই ফিচারটি থাকবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া নতুন অপারেটিং সিস্টেমে সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো কার্যক্ষমতা থাকবে। ওয়ালপেপারে উইজেটের মতো ফিচারও আনছে অ্যাপল। বদলে যাবে নোটিফিকেশন প্যানেল।
ডিবিটেক/বিএমটি