যুক্তরাষ্ট্রের কর্মীদের ঘন্টাপ্রতি ন্যূনতম বেতন নির্ধারণ করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এখন থেকে ঘন্টাপ্রতি ন্যূনতম ২২ ডলার বেতন পাবেন অ্যাপল কর্মীরা। খবর রয়টার্স।
শ্রমবাজারে কর্মীস্বল্পতা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, কর্মীদের ইউনিয়ন গড়ে তোলার বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে ঘণ্টাপ্রতি বেতন বাড়ানোর এই সিদ্ধান্ত নেয় অ্যাপল।
এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক কোম্পানিটি জানায়, যুক্তরাষ্ট্রে অ্যাপল কর্মীদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হচ্ছে ২২ ডলার, ২০১৮ সালের চেয়ে যা ৪৫ শতাংশ বেশি।
চলতি বছরের জুলাই থেকে বর্ধিত বেতন কার্যকর হবে।
ডিবিটেক/বিএমটি