কয়েক দিন আগেই গুঞ্জন শোনা যাচ্ছিলো যে, ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএমওয়্যার ইনকরপোরেশন অধিগ্রহণ করতে আলোচনা করছে চিপ নির্মাতা কোম্পানি ব্রডকম। এবার ব্রডকমের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর এনগ্যাজেট।
ব্রডকম জানিয়েছে, ৬১ বিলিয়ন ডলারের নগদ ও স্টকের মাধ্যমে তারা ভিএমওয়্যারকে অধিগ্রহণ করছে। এই অধিগ্রহণ সম্পন্ন হলে ব্রডকমের সফটওয়্যার ডিভিশন ভিএমওয়্যারের সাথে একীভূত হবে। ফলে ব্রডকমের অ্যাপসগুলো সকল এনভায়নমেন্ট অর্থাৎ সকল ক্লাউড প্ল্যাটফর্মে চলবে।
এই অধিগ্রহণটি চলতি বছরের দ্বিতীয় বৃহৎ অধিগ্রহণ হতে যাচ্ছে। এর আগে ৭ হাজার ৫০০ কোটি ডলারে ভিডিও গেম কোম্পানি অ্যাক্টিভিশন ব্লিজার্ড কিনে নেয় মাইক্রোসফট।
ভিএমওয়্যার অধিগ্রহণের মাধ্যমে ব্রডকমের ব্যবসায় বৈচিত্র্য আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডাটা সেন্টার প্রযুক্তি ও ক্লাউড কম্পিউটিংয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আবির্ভূত হতে চায় ব্রডকম। সেমিকন্ডাক্টর থেকে এন্টারপ্রাইজ সফটওয়্যারের দিকে ঝুঁকছে প্রতিষ্ঠানটি। গত চার বছরে দুটি বৃহৎ অধিগ্রহণ করেছে চিপ নির্মাতা কোম্পানিটি। এর মধ্যে ১ হাজার ৮৯০ কোটি ডলারে অধিগ্রহণ করেছে সিএ টেকনোলজিস। এছাড়া সিমানটেক করপোরেশনের সিকিউরিটি ডিভিশন অধিগ্রহণ করে ১ হাজার ৭০ কোটি ডলারে।
বিশ্বব্যাপী পাঁচ লাখের বেশি গ্রাহক রয়েছে ভিএমওয়্যারের। এছাড়া অ্যামাজন, মাইক্রোসফট, গুগলসহ বৃহৎ ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর অংশীদার হিসেবে কাজ করছে তারা।
ডিবিটেক/বিএমটি