খরচে লাগাম টানতে ও স্থানীয় প্রতিদ্বন্দিদের সাথে টেক্কা দিতে না পেরে চীনে ব্যবসা বন্ধ করতে যাচ্ছে পর্যটকদের জন্য অনলাইনে বাড়ি ভাড়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবি। সান ফ্রান্সিকোভিত্তিক কোম্পানিটি আগামী গ্রীষ্মের মধ্যে তাদের ওয়েবসাইট থেকে চীনের বাড়িঘরের ছবিসহ অন্যান্য তথ্য সরিয়ে ফেলবে। ভাড়ার জন্য নতুন করে লিস্টে কোনো বাড়িঘর যুক্ত করা হবে না। খবর এনগ্যাজেট।
খবরে বলা হয়, গত কয়েক বছরে চীনের অভ্যন্তরীণ বাজার থেকে এয়ারবিএনবির আয়ের মাত্র এক শতাংশ এসেছে। প্রতিষ্ঠানটি ২০১৬ সালে চীনে তার কার্যক্রম শুরু করেছিলো। সেই সময় থেকে এখন পর্যন্ত প্রায় আড়াই কোটি মানুষ বাড়ি ভাড়ার জন্য বুকিং করেছে।
২০২০ সাল থেকে, চীন বিশ্বের সবচেয়ে কঠিন কোভিড বিধিনিষেধের মধ্যে রয়েছে, যা দেশের মধ্যে এবং আশেপাশে ভ্রমণ বাণিজ্যকে অত্যন্ত কঠিন করে তুলেছে।
এয়ারবিএনবির একজন মুখপাত্র সিএনবিসিকে জানিয়েছে, চীনের এয়ারবিএনবির কার্যক্রম পরিচালনা খুবই কঠিন এবং ব্যয়বহুল। বিশেষ করে কোভিড মহামারিতে ব্যবসায়ের অবস্থা অনেক শোচনীয়। একই ধরণের ঘটনা ঘটেছে উবারের ক্ষেত্রেও। স্থানীয় কোম্পানিগুলোর জনপ্রিয়তার কারণে আমেরিকান কোম্পানিটি চীনে ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে।
ডিবিটেক/বিএমটি