সম্প্রতি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ ইনস্টাগ্রামে এনএফটি সুবিধা চালুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেই পরিকল্পনার বাস্তবায়ন দেখা যাবে চলতি সপ্তাহেই। খবর এনগ্যাজেট।
মার্ক জুকারবার্গ জানিয়েছেন, চলতি সপ্তাহ থেকেই ব্যবহারকারীরা তাদের প্রোফাইলে নন-ফাঞ্জিবল টোকেন (এনএফটি) প্রদর্শন করতে পারবেন। আপাতত পরীক্ষামূলকভাবে এটি চালু করা হচ্ছে।
এক ফেসবুক পোস্টে জুকারবার্গ বলেন, আমরা শুধুমাত্র আমাদের মেটাভার্স এবং রিয়েলিটি ল্যাবসের কাজে এনএফটি তৈরি শুরু করছি না, বরং আমাদের অ্যাপ ফ্যামিলি জুড়েই এটি তৈরি হতে যাচ্ছে। প্রথমে আমরা পরীক্ষামূলকভাবে ইনস্টাগ্রামে এটি শুরু করছি, যাতে ক্রিয়েটর এবং সংগ্রাহক তাদের এনএফটি প্রদর্শন করতে পারেন।
শিগগিরই ফেসবুকেও একই ধরনের ফিচার আসতে যাচ্ছে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য অ্যাপেও এনএফটি চালুর প্রক্রিয়া চলছে।
ডিবিটেক/বিএমটি