সহজে ব্যবহারযোগ্য স্লাইডেবল ডিসপ্লের স্মার্টফোন তৈরিতে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। এই লক্ষে নতুন পেটেন্ট আবেদন করেছে কোম্পানিটি। খবর গিজমোচায়না।
খবরে বলা হয়, নতুন স্লাইডিং ডিসপ্লে প্রযুক্তির স্মার্টফোনে ডিসপ্লেটি ডিভাইসের গায়ে জড়ানো থাকবে। অন্য অর্থে নতুন স্মার্টফোনটির সামনে কার্ভড ডিসপ্লে ইউনিট রয়েছে। তবে এর স্ক্রিন প্যানেলটি ডিভাইসের পেছনের কিছু অংশ পর্যন্ত প্রসারিত হবে।
ডিভাইসে দুটি হাউজিং ও একটি নমনীয় ডিসপ্লে রয়েছে। দুভাবে ডিসপ্লেটি ব্যবহার করা যায়। প্রথমত, ডিসপ্লেটি হ্যান্ডসেটের চারদিকে মোড়ানো থাকে। দ্বিতীয়ত, ডিসপ্লেটি বাইরের দিকে প্রসারিত করা যায়। তবে এক্ষেত্রে স্লাইড করার প্রয়োজন হবে।
পেটেন্ট নিবন্ধন পেলেও ঠিক কবে নাগাদ এই স্মার্টফোন বাজারে আসতে পারে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি