চলতি সপ্তাহে হোয়াটসঅ্যাপ ইমোজি রিঅ্যাকশন চালু করেছে। শিগগিরই আরেকটি নতুন ফিচার চালু হতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটিতে। আইওএস অ্যাপের সর্বশেষ বেটা সংস্করণে ‘লাস্ট সিন’ অর্থাৎ সর্বশেষ কখন হোয়াটসঅ্যাপে অনলাইন দেখা গেছে সেই ফিচারে পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ। খবর জিএসএম এরিনা।
হোয়াটসঅ্যাপ বেটা ইনফো জানিয়েছে, নতুন ফিচারের মাধ্যমে নির্ধারিত ব্যক্তিদের কাছ থেকে সর্বশেষ অনলাইনে দেখা যাওয়ার সুযোগটি বন্ধ করা যাবে। ফলে ব্যবহারকারী চাইলে নির্ধারিত ব্যক্তিতে তার সর্বশেষ অনলাইনে আসা দেখা বন্ধ করে দিতে পারবেন।
এছাড়া সবার জন্য ফিচারটি বন্ধ করার সুযোগও থাকছে। অ্যাপের প্রাইভেসি সেটিংস থেকে লাস্ট সিন সেকশনে নতুন ফিচারটি উপভোগ করা যাবে।
এখনও বেটা সংস্করণে পরীক্ষা চলছে, ফলে ফিচারটি কবে সবার জন্য উন্মুক্ত হবে সেটি জানা যায়নি।
ডিবিটেক/বিএমটি