সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারের পরিচালনা পর্যদে এখনই যোগ দিচ্ছেন না ইলন মাস্ক। গত শনিবারের মধ্যে বোর্ডে তার যুক্ত হওয়ার কথা ছিলো। টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়ালের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
পরাগ আগরাওয়াল এক টুইটে লিখেছেন, “শনিবার সকালেই মাস্ক তাদের জানিয়ে দেন, আপাতত তিনি বোর্ডে যোগ দিচ্ছেন না। তবে মাস্ক এখন টুইটারের সবচেয়ে বড় অংশীদার এবং কোম্পানি সবসময়ই তার মতামতকে গুরুত্ব দেবে”।
এদিকে টুইটারে পরাগ আগরাওয়ালের ঘোষণার ঘণ্টাখানেক পর মাস্ক শুধু একটি ইমোজি টুইট করেন। এছাড়া টুইটার নিয়ে তার সর্বশেষ টুইটগুলো মুছে ফেলেছেন মাস্ক।
গত সপ্তাহে হটাৎ করেই টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কেনার ঘোষণা দেন ইলন মাস্ক। এরপরই তিনি টুইটারের বোর্ডে যুক্ত হচ্ছেন বলে জানান টুইটার প্রধান।
ডিবিটেক/বিএমটি