চলতি বছরের প্রথম প্রান্তিকে রেকর্ড সংখ্যক ই-গাড়ি সরবরাহ করেছে টেসলা। সংখ্যায় এই অংকটা তিন লাখ ১০ হাজারের বেশি। প্রান্তিক বিশ্লেষণে গত বছরের তুলনায় অন্তত ৭০ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে।
এ বিষয়ে এক টুইট বার্তায় প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছেন, “চীনেই রয়েছে আমাদের ‘গিগা কারখানা’। সেখানে করোনভাইরাস পরিস্থিতির কারণে ছিলো জিরো টলারেন্স নীতি। এমন একটি ‘অত্যন্ত কঠিন ত্রৈমাসিক’ সত্ত্বেও এই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই অর্জন টেসলা পরিবার এবং মূল সরবরাহকারীদের অসামান্য অবদান।”
BREAKING: @Tesla delivered an all-time high 310,048 vehicles in Q1, beating Wall St expectations of 309k.
Total Q1 production was 305,407. Congrats $TSLA! 🥳🚀📈 pic.twitter.com/VqTrQ7Qnt2
— Sawyer Merritt 📈🚀 (@SawyerMerritt) April 2, 2022
সপ্তাহান্তে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, টেসলা এই বছরের শুরু থেকে মার্চের শেষ পর্যন্ত তিন লাখ ১০ হাজার ৪৮টি গাড়ি সরবরাহ করেছে, যা এক বছর আগে ছিলো এক লাখ ৮৪ হাজার ৮০০টি। এর মধ্যে বেশিরভাগ ডেলিভারি হয়েছে টেসলার মডেল থ্রি সেডান এবং মডেল ওয়াই গাড়ির।
এর আগে ইলন মাস্ক বলেছিলেন, ২০১৯ সালে চালু হওয়া মডেল ওয়াই এর দারুণ কাটতি হবে- এটাই টেসলার পরিকল্পনার অংশ। মডেল থ্রি-এর তুলনায় এটির চার্জ প্রতি দীর্ঘ পরিসর রয়েছে – যা দুই বছর আগে চালু করা হয়েছিল।
আগামী ২০ এপ্রিল পূর্ণাঙ্গ আর্থিক ফলাফল প্রকাশ করবে বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি নির্মাতা টেসলা।
প্রতিষ্ঠানটির সাংহাইতে একটি ‘গিগা ফ্যাক্টরি’ রয়েছে, যেখানে গাড়ি তৈরির পাশাপাশি এর জন্য লিথিয়াম-আয়ন ব্যাটারিও তৈরি করে। জানাগেছে, শহরটিতে করোনভাইরাস সংক্রমণের বৃদ্ধি দেখে এটি বন্ধ করা হয়েছিল।
একটি অভ্যন্তরীণ মেমো উদ্ধৃত করা প্রতিবেদন অনুসারে পরিকল্পনা অনুযায়ী টেসলা সোমবার এই সাইটে ফের উৎপাদন কার্যক্রম শুরু করেনি। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসির অনুরোধে সাড়া দেয়নি সংস্থাটি।