রাশিয়ায় পুরোপুরিভাবে স্ট্রিমিং সেবা বন্ধের ঘোষণা দিয়েছে অডিও স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাই। দেশটির নতুন গণমাধ্যম আইনের প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর এনগ্যাজেট।
এক বিবৃতিতে স্পটিফাই জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য রাশিয়াতে বন্ধ হচ্ছে স্পটিফাই। এর আগে চলতি মাসের শুরুতে দেশটিতে নিজস্ব কার্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে স্পটিফাই। সেসময় বিনা প্ররোচণায় ইউক্রেনে আক্রমণকে কারণ হিসেবে নিয়ে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানায় প্ল্যাটফর্মটি।
স্পটিফাই জানায়, “বিশ্বাসযোগ্য, স্বাধীন খবর ও তথ্য সরবরাহের জন্য রাশিয়াতে কিছু সেবা চালু রাখা গুরুত্বপূর্ন। তবে নতুন আইনে বাকস্বাধীনতা ও সত্য খবর সংগ্রহ ও সম্প্রচারে ‘প্রতিবন্ধকতা’ থাকায় আমাদের কর্মী ও শ্রোতাদের জন্য নিরাপত্তা হুমকিস্বরূপ হতে পারে।
রাশিয়ার নতুন আইনে দেশটির সামরিক বাহিনীর কর্মকাণ্ডকে “অসম্মান” করতে পারে এমন যেকোনও প্রতিবেদনকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
এপ্রিলের শুরুতে রাশিয়াতে পুরোপুরিভাবে সেবা বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে স্পটিফাই।
ডিবিটেক/বিএমটি