‘উড়ুক্কু গাড়ি’ বানাতে জোটবদ্ধ হয়েছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি এবং উড়তে সক্ষম গাড়ি তৈরিতে নিবেদিত প্রতিষ্ঠান স্কাইড্রাইভ।
প্রাথমিকভাবে ভারতকে কেন্দ্র করে নতুন বাজার খুলতে প্রতিষ্ঠান দুটি একসঙ্গে কাজ করবে বলে বৃহস্পতিবার এই চুক্তির বিষয়টি প্রকাশ করেছে। তবে চুক্তির বিনিয়োগ,উৎপাদন বা লক্ষ্য রূপরেখার বিষয়ে বিস্তারিত কিছু বলেনি প্রতিষ্ঠান দুটি।
সুজুকির এ অংশীদারিত্ব তাদের ব্যবসায় অটোমোবাইল, মোটরসাইকেল এবং আউটবোর্ড মটরস-এর পর ‘উড়ুক্কু গাড়ি’কে চতুর্থ গতিশীল ব্যবসায়িক পণ্য হিসেবে যোগ করবে বলে যৌথ বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
পাশাপাশি, কার্গো ড্রোন নির্মাণ করা স্কাইড্রাইভ ২০২৫ সালে জাপানের ওসাকা শহরে আয়োজিত ‘ওয়ার্ল্ড এক্সপো’-তে ‘উড়ুক্কু গাড়ি’ সেবা চালু করার লক্ষ্য নিয়েছে বলে এক প্রতিবেদনে লিখেছে রয়টার্স। প্রতিষ্ঠানটির একটি সরু দুই সিটের বিদ্যুচ্চালিত ‘উড়ুক্কু গাড়ি’ নির্মাণে কাজ করছে, যেটি পুরোদমে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। তবে সুজুকির এই গাড়িটি নিয়ে কাজ করার বিষয়টির বিবৃতিতে উল্লেখ নেই।
প্রসঙ্গত, ২০১৮ সালে প্রতিষ্ঠিত স্কাইড্রাইভের সঙ্গে ট্রেডিং হাউজ ‘ইটোচু কর্পোরেশন’, প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এনইসি কর্পোরেশন’ এবং প্রাকৃতিক জ্বালানী প্রতিষ্ঠান ‘এনেওস হোল্ডিংস ইনকর্পোরেশন’-এর মত জাপানের বড় ব্যবসাপ্রতিষ্ঠানের অংশীদারিত্ব রয়েছে।