এটাকে ঘুরে দাড়ানো বলা যাবে না। তবে কয়েকবছর পর নতুন ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই সাফল্যের মুখ দেখাতে পারে। আগামী মাসের প্রথমদিকেই নতুন এই ফ্ল্যাগশিপ ফোণের ঘোষণা দিতে যাচ্ছে এইচটিসি। খবর জিএসএম এরিনা।
তাইওয়ানের ডিজিটাইমস জানিয়েছে, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এইচটিসি ভাইভ এশিয়া-প্যাসিফিক জিএম চার্লেস হুয়াং নামক ইভেন্টে নতুন ফ্ল্যামশিপ ফোন আনার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নতুন এই ফ্ল্যাগশিপ হলো ২০১৮ সালে উন্মোচিত এইচটিসি ইউ১২ প্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন। এতে ভিআর এবং এআরের উপর বিশেষ নজর দেয়া হবে। থাকবে এইচটিসির নিজস্ব ওপেন-সোর্স মেটাভার্স প্ল্যাটফর্ম ভাইভভার্স।
ডিবিটেক/বিএমটি