ফিজিক্যাল পণ্য বিক্রির ব্যবসায়কে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে নিয়েছে অ্যামাজন। এরই ধারাবাহিকতায় চার তারকা দোকানসহ বই ও খেলনার দোকান বন্ধের উদ্যোগ নিয়েছে ই-কমার্স জায়ান্টটি। খবর এপি।
অ্যামাজন জানিয়েছে, নতুন এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের মোট ৬৬টি এবং যুক্তরাজ্যের দুটি দোকান বন্ধ করা হবে। এর পরিবর্তে প্রতিষ্ঠানটি মুদি ও ডিপার্টমেন্টাল স্টোরের দিকে মনোযোগ বৃদ্ধি করবে।
একইসাথে অ্যামাজন গো এবং এ বছর আসন্ন ফ্যাশনের আনুষঙ্গিক পণ্য বিক্রির দোকান অ্যামাজন স্টাইলের ওপরও মনোযোগ বাড়াবে প্রতিষ্ঠানটি। এ বছর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি শপিংমলে অ্যামাজন স্টাইলস্টোর খোলার চিন্তা করছে প্রতিষ্ঠানটি।
নতুন এই পরিকল্পনায় দোকানের কর্মীদের চাকরি হারানো শঙ্কা থাকলেও অ্যামাজন জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়া কর্মীদের জন্য নতুন কোনো ব্যবস্থা নেয়া হবে। তাদেরকে নতুন কোনো কাজে নিয়োগ দেয়া হবে।
এক বিবৃতিতে অ্যামাজন জানিয়েছে, বড় ও দীর্ঘমেয়াদি খুচরা ব্যবসা করার প্রতিশ্রুতিতে আমরা অটুট থাকব। পাশাপাশি প্রযুক্তির ওপর আমরা আরও মনোযোগ বাড়ানোর পরিকল্পনা করেছি।
ডিবিটেক/বিএমটি