সাম্প্রতিক সময়ে নন-ফাঞ্জিবল টোকেন বা এনএফটি বিশ্বব্যাপী ব্যাপক আগ্রহ বেড়েছে। এই প্রযুক্তিনির্ভর ডিজিটাল সম্পদের জনপ্রিয়তা এতোটাই বেড়েছে যে ২০২১ সালে প্রায় আড়াই হাজার কোটি ডলারের এনএফটি বিক্রি হয়েছে। খবর রয়টার্স।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ড্যাপরেডার জানিয়েছে, ২০২১ সালে জনপ্রিয়তার দিক থেকে এনএফটির জয়জয়কার। যদিও বছরজুড়ে এনএফটির বাজার উর্ধ্বমুখী হলে শেষদিকে সেই গতি কমে এসেছে।
এনএফটি হিসেবে ডিজিটাল ছবি, ভিডিওর বিশেষায়িত কপি বিক্রি হয়। এগুলোর বাজার এতোটাই বেড়েছে যে নতুন এনএফটি কেনার কয়েক দিনের মধ্যেই সেগুলো বিক্রি করে অনেক ক্রেতা বিপুল পরিমান লাভ করেছেন।
২০২০ সালে এনএফটি লেনদেনের পরিমান ছিলো নয় কোটি ৪৯ লাখ ডলার। এক বছরের ব্যবধানে এই লেনদেনের আকার প্রায় আড়াই হাজার কোটি ডলারে পৌঁছেছে।
রয়টার্স জানিয়েছে, ২০২১ সালের আগস্ট মাসে সবচেয়ে বেশি এনএফটি বিক্রি হয়েছে। পরের তিন মাসে বিক্রি কমলেও আবারও ডিসেম্বর মাসে বিক্রি বেড়েছিলো।
ডিবিটেক/বিএমটি