ফেসবুকের মালিকানা কোম্পানি মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেশন গ্রিক অডিও সফটওয়্যার স্টার্টআপ অ্যাকুসোনাসকে অধিগ্রহণের প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বিষয়টির সাথে সম্পর্কিত সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
ফেসবুকের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে সূত্র বলছে, আগামী কয়েকদিনের মধ্যে এই অধিগ্রহণের বিষয়ে ঘোষণা আসতে পারে।
এক ইমেইলে ফেসবুকের মুখপাত্র বলেন, আমরা কোনো গুজব বা ধারণার বিষয়ে মন্তব্য করিনা। এ বিষয়ে অ্যাকুসোনাসের প্রতিনিধিও কোনো মন্তব্য করেননি।
চলতি বছরে গ্রিস স্টার্টআপের ক্ষেত্রে এটি দ্বিতীয় বৃহত্তম চুক্তি হতে যাচ্ছে। এর আগে জেপিমরগানস অ্যাথেন্সভিত্তিক পেমেন্ট ফিনটেক ভিভা ওয়ালেটের ৪৯ শতাংশ শেয়ার কিনে নেয়। বর্তমানে সেটি নিয়ন্ত্রক সংস্থার অনুমতির অপেক্ষায় আছে।
ডিবিটেক/বিএমটি