৬০০ মিলিয়ন ডলারে মোবাইল ডিভাইস, মেসেজিং এবং ওয়্যারলেস নেটওয়ার্কিং সম্পর্কিত পেটেন্ট বিক্রি করবে ব্ল্যাকবেরি লিমিটেড। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স।
ব্ল্যাকবেরি জানিয়েছে, ভেহিকল, কাটাপাল্ট আইপি ইনোভেশনস ইনকর্পোরেশনের কাছে পেটেন্ট বিক্রি হলেও এতে কোম্পানিটির পণ্য বা সেবা ব্যবহারের কোনো বিঘ্ন ঘটবে না।
২০০০ সালের দিকে নির্বাহী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সেলিব্রেটিদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ব্ল্যাকবেরি তাদের স্মার্টফোন ব্যবসায় বন্ধ করে দেয়ার কয়েক সপ্তাহ পরেই এই ঘোষণা এলো। আর এতেই প্রি-মার্কেট ট্রেডিংয়ে ব্ল্যাকবেরির শেয়ার ৩.৬ শতাংশ কমে গেছে।
চুক্তি অনুযায়ী, ব্ল্যাকবেরি নগদ ৪৫০ মিলিয়ন ডলার এবং প্রমিজরি নোট হিসেবে ১৫০ মিলিয়ন ডলার পাবে।
এক সময়ে কোয়ার্টি ফিজিক্যাল কীবোর্ড আর বিবিএম ইনস্ট্যান্ট মেসেজিং সেবার জন্য জনপ্রিয় ছিলো ব্ল্যাকবেরির স্মার্টফোন। বর্তমানে কোম্পানিটির প্রধান ব্যবসায় হলো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য সাইবার সিকিউরিটি এবং সফটওয়্যার সেবা।
ডিবিটেক/বিএমটি