অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস নতুন অর্ধশতাধিক দেশ ও অঞ্চলে তাদের সেবা সম্প্রসারণ করতে যাচ্ছে। গ্রীষ্মেই এই সম্প্রসারণ হবে বলে জানিয়েছে কোম্পানিটি। খবর জিএসএম এরিনা।
নতুন বাজারগুলোর মধ্যে পূর্ব ও মধ্য ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকার পাশাপাশি ক্যারিবিয়ান ও প্যাসিফিক ওশানের কিছু অঞ্চল রয়েছে।
নতুন যেসব দেশে ডিজনি প্লাস চালু হতে যাচ্ছে সেগুলো হলো- আলবেনিয়া, আলজেরিয়া, আন্ডোরা, বাহরাইন, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, মিশর, এস্তোনিয়া, গ্রিস, হাঙ্গেরি, ইরাক, ইজরায়েল, জর্দান, কোসোভো, কুয়েত, লাটভিয়া, লেবানন, লিবিয়া, লিশটেনস্টাইন, লিথুনিয়া, মাল্টা, মন্টেনেগ্রো, মরক্কো, উত্তর মেসিডোনিয়া, ওমান, ফিলিস্তিন, পোল্যান্ড, কাতার, রোমানিয়া, সান মারিনো, সৌদি আরব, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, দক্ষিণ আফ্রিকা, তিউনিশিয়া, তুর্কি, সংযুক্ত আরব আমিরাত, ভ্যাটিক্যান সিটি ও ইয়েমেন।
এছাড়া ১১টি অঞ্চল হলো- ফ্যারো দ্বীপপুঞ্জ, ফরাসি পলিনেশিয়া, ফ্রেঞ্চ সাউদার্ন টেরিটোরিজ, সেইন্ট পিয়েরে ও মিকিউলন ওভারসিজ কালেক্টিভ, ইল্যান্ড আইল্যান্ডস, সেইন্ট মারটেন, ভালবার্ড অ্যান্ড জান মায়েন, ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি, জিব্রাল্টার, পিটকেইরন আইল্যান্ডস ও সেইন্ট হেলেনা।
যদিও ঠিক কবে এবং কোন সাবস্ক্রিপশন প্যাকেজে এই সেবার সম্প্রসারণ হচ্ছে সেটি বলেনি ডিজনি প্লাস।
ডিবিটেক/বিএমটি