অক্টোবরের পর নভেম্বর মাসেও চীনে স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থানে ছিলো অ্যাপলের আইফোন। কাউন্টারপয়েন্ট রিসার্চের বরাত দিয়ে ফোন এরিনা জানিয়েছে, নভেম্বরে চীনের বাজারে অ্যাপলের শেয়ার ছিলো ২৩.৬ শতাংশ, যা আগের মাসে ছিলো ২২ শতাংশ।
গবেষণা সংস্থাটির তথ্যমতে, ১৭.৮ শতাংশ শেয়ার নিয়ে স্মার্টফোন বিক্রিতে দ্বিতীয় অবস্থানে ছিলো ভিভো।
কাউন্টারপয়েন্ট মনে করে, চীনের বাজারে অ্যাপলের শীর্ষস্থানে উঠে আসার অন্যতম কারণ হলো আইফোন ১৩ এর জনপ্রিয়তা। আইফোন ১২ সিরিজের প্রায় একই দামে নতুন আইফোন সিরিজটি উন্নত ফটোগ্রাফি ফিচার, দীর্ঘ ব্যাটারি লাইফসহ নানা সুবিধা দিচ্ছে।
এছাড়া নভেম্বরে চীনের ‘সিঙ্গেল ডে’ ছিলো, যা অন্যান্য দেশে ব্ল্যাক ফ্রাইডে হিসেবে পালিত হয়। দেশটির জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম জেডি ডটকমে নভেম্বরের ১১ তারিখ তথা সিঙ্গেল ডে’তে একাধিক নতুন ও পুরাতন আইফোন মডেল বিক্রির শীর্ষ ১০ এর তালিকায় ছিলো।
তবে শিগগিরই চীনে অ্যাপলের এই শক্ত অবস্থান থাকবে না। কাউন্টারপয়েন্ট প্রত্যাশা করছে যে, চীনের আইফোন ব্যবহারকারীরা তাদের পুরাতন আইওএস নির্ভর হ্যান্ডসেট আপগ্রেড বন্ধ করে দিলে ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম দিক থেকে আইফোন বিক্রির পরিমান কমতে পারে। ফলে ডিসেম্বরের হিসাবে বিক্রির তারতম্য ধরা পড়তে পারে।
ডিবিটেক/বিএমটি