রাশিয়ার আইনে সরকারের কাছে অবৈধ হিসেবে বিবেচিত কন্টেন্ট মুছে দিতে ব্যর্থতার অভিযোগে ফের জরিমানা গুনতে হচ্ছে শীর্ষ সামাজিক যেগাযোগ মাধ্যম টিকটক, টুইটার এবং ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা-কে। এই তিন প্রতিষ্ঠানকে সব মিলিয়ে দুই কোটি ৭০ লাখ রুবল জরিমানা করেছে দেশটির আদালত।
মস্কোর সংশ্লিষ্ট আদালত জানিয়েছে, কন্টেন্ট মুছে দিতে ব্যর্থতার অভিযোগে তিনটি আলাদা মামলায় মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড-কে সব মিলিয়ে এক কোটি ৩০ লাখ রুবল বা প্রায় পৌনে দুই লাখ ডলার জরিমানা করা হয়েছে। একই অভিযোগে দুটি মামলায় টুইটারকে জরিমানা করা হয়েছে এক কোটি রুবল। অন্য দুই প্রতিষ্ঠানের তুলনায় টিকটকের জরিমানার পরিমাণ কম; ৪০ লাখ রুবল জরিমানা করা হয়েছে প্রতিষ্ঠানটিকে।
রাশিয়ার আদালতে সর্বশেষ জরিমানা প্রসঙ্গে রয়টার্সকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি টুইটার, ফেসবুক এবং টিকটক।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ডিসেম্বরেই শেষ নাগাদ আরেকটি মামলার শুনানিতে বড় জরিমানার মুখে পড়তে পারে মেটা এবং গুগল। অনলাইন কন্টেন্ট বিষয়ক আইন বারবার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে রাশিয়ার বাজার থেকে অর্জিত প্রতিষ্ঠান দুটির আয়ের একটা বড় অংশ জরিমানা নির্ধারণ করতে পারে দেশটির আদালত।
এর মধ্যেই শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে নিজ ভূখণ্ডে টুইটারের গতি কমিয়ে দিয়েছে রাশিয়া। দেশটির যোগাযোগ পর্যবেক্ষক সংস্থা রসকমনাডজোর বলছে, শিশু নিপীড়ন, মাদকাসক্তি সংক্রান্ত তথ্য এবং অপ্রাপ্তবয়স্কদের আত্মহত্যার প্ররোচনা দেয় এমন পোস্টের উপস্থিতির কারণে ওই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সংস্থাটি।
বেআইনী আচরণে নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহারের অভিযোগ অস্বীকার করে আসছে টুইটার।
এদিকে ১৩টি বিদেশি প্রতিষ্ঠানকে নিজ ভূখণ্ডে কার্যালয় খুলতে ১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে রাশিয়া। প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগই পশ্চিমা প্রযুক্তি প্রতিষ্ঠান। ১ জানুয়ারির মধ্যে কার্যালয় খুলতে ব্যর্থ হলে নিষিদ্ধ তালিকায় চলে যাবে ওই প্রতিষ্ঠানগুলো। মেটা, টুইটার এবং টিকটক, তিনটি প্রতিষ্ঠানই আছে ওই তালিকায়।