পুনরায় কোভিড-১৯ এর সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরী পদক্ষেপ নিচ্ছে অ্যাপল। ব্লুমবার্গের তথ্যমতে, প্রযুক্তি জায়ান্টটি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র এবং কানাডার তিনটি স্টোর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। খবর এনগ্যাজেট।
নতুন তথ্যমতে, অ্যানাপলিস মল, মিয়ামির ব্রিকেল সিটি সেন্টার এবং কানাডার রিডেউ সেন্টারের অ্যাপল স্টোর আগামী ১৮ ডিসেম্বর অথবা ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
স্টোর তিনটিতে ঠিক কতোজন কর্মী কোভিড-১৯ আক্রান্ত হয়েছে সেটি এখনও পরিস্কার নয়। তবে নিয়মিতভাবে বিষয়টি তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে অ্যাপল।
প্রতিটি স্টোরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিদিনই স্বাস্থ্য পরীক্ষা, মাস্ক পরিধান, বাড়তি পরিস্কার-পরিচ্ছন্নতা এবং অসুস্থতাজনিত ছুটিতে বেতন প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া যেসব কর্মী ফিরে আসবে তাদের বাধ্যমূলকভাবে কোভিড-১৯ পরীক্ষা করা হবে।
ডিবিটেক/বিএমটি