জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজ ‘গড অব ওয়্যার’ এর নির্মাতা প্রতিষ্ঠান ভালকিরি এন্টারটেইনমেন্টকে কেনার ঘোষণা দিয়েছে সনি। প্লেস্টেশন প্ল্যাটফর্ম তথা গেমিং খাতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে এই উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। তবে এই অধিগ্রহণে কি পরিমান খরচ হচ্ছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি সনি কিংবা ভারকিরি।
গেমিং সেবায় বেশ নজর দিচ্ছে সনি। মূলত ২০২০ সালে লকডাউন শুরু হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী গেমিং চাহিদা বেড়ে যাওয়ায়, সনিও সেই চাহিদাকে কাজে লাগাতে জোর প্রচেষ্ঠা চালাচ্ছে।
শুধুমাত্র চলতি বছরেই চারটি প্রতিষ্ঠানকে কিনেছে সনি। নিক্সেস সফটওয়্যার, হাউজমার্ক, ব্লুপয়েন্ট গেমস এবং ফায়ারস্প্রাইটের পর ভালকিরি হবে এই বছরে সনি ইন্টার্যাক্টিভ এন্টারটেইনমেন্টের পঞ্চম অধিগ্রহণ।
মালিকানা বদল হলেও ভারকিরির বর্তমান ব্যবস্থাপনা দল এর সকল কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করবে বলে জানা গেছে।
ডিবিটেক/বিএমটি