অন্যের ব্যক্তিগত ছবি এবং ভিডিও সংশ্লিষ্ঠ ব্যক্তির অনুমতি ছাড়া শেয়ার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে টুইটার। মঙ্গলবার এক পোস্টে এই তথ্য জানিয়েছে মাইক্রোব্লগিং সাইটটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রাইভেসি পলিসিতে ইতিমধ্যেই অন্যের ব্যক্তিগত তথ্য যেমন ফোন নাম্বার, ঠিকানা ও আইডি প্রকাশ বা শেয়ার করা নিষিদ্ধ।
ব্লগ পোস্টটিতে টুইটার জানিয়েছে, যখন কোনো ব্যক্তি অথবা তার মনোনীত কেউ আমাদেরকে অনুমতি ছাড়া শেয়ার করা ব্যক্তিগত ছবি বা ভিডিওর বিষয়ে অভিযোগ করবেন, তখন আমরা সেটি মুছে ফেলবো।
উল্লেখ্য, মাইক্রোব্লগিং সাইটটির সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি সোমবার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান কারিগরি কর্মকর্তা পরাগ আগারওয়াল প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।
ডিবিটেক/বিএমটি