মেটা হিসেবে নাম পরিবর্তনের আগেই নিজেদের রিটেইল স্টোর চালুর পরিকল্পনা করে আসছিলো ফেসবুক। এ বিষয়ে সম্ভাব্য আলোচনাও করেছে সামাজিক যোগাযোগ কোম্পানিটি। এবার বেশ জোরোসোরেই সেটি বাস্তবায়নের পথে আগাচ্ছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
জিএসএম এরিনাতে প্রকাশিত খবরে বলা হয়, গত বছর থেকেই ইট-পাথরে তৈরি দোকান চালুর বিষয়ে আলোচনা চলছে। তবে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি, বলা চলে প্রকল্পটি প্রাথমিক পর্যায়ের শেষ দিকে রয়েছে।
যদিও মেটা ফিজিক্যাল আউটলেট চালু করে, তবে সেখানে অন্যান্য রিটেইল শপের মতো পণ্য বিক্রি নয় বরং নিজেদের রিয়েলিটি ল্যাব ডিভিশনের তৈরি ডিভাইসের অভিজ্ঞতা দিতে এই আউটলেটগুলো পরিচালিত হবে।
আর রিয়েলিটি ল্যাবের তৈরি বর্তমান ডিভাইসগুলোর মধ্যে রয়েছে অকুলাস কোয়েস্ট (শিগগিরই মেটা কোয়েস্ট নামকরণ হতে পারে) ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট এবং ভিডিও কলিংয়ের জন্য ডিজাইন করার পোর্টাল গ্যাজেট। এছাড়া ফেসবুক ও রে-ব্যানের তৈরি এআর স্মার্ট গ্লাসও প্রদর্শিত হবে সেখানে।
ডিবিটেক/বিএমটি