‘মেটা’ নামকরণের মাধ্যমে ফেসবুক যে মেটাভার্সে প্রধান নজর দিচ্ছে সেটি খুবই পরিস্কারভাবে প্রকাশ পেয়েছে। আর এর সর্বশেষ অধিগ্রহণের ঘটনার মাধ্যমে সেটি আরও জোরালো হলো। ভার্চুয়াল রিয়েলিটি ওয়ার্কআউট অ্যাপ সুপারন্যাচারাল-এর নির্মাতা প্রতিষ্ঠান ‘উইথইন’-কে অধিগ্রহণের ঘোষণা দিয়েছে মেটা। খবর এনগ্যাজেট।
কোম্পানির মেটাভার্স কনটেন্টের ভাইস প্রেসিডেন্ট জাসন রুবিন এই অধিগ্রহণের বিষয়টি প্রকাশ করেছেন। মূলত অকুলাস কুয়েস্ট হেডসেডের জন্য উইথইন-কে অধিগ্রহণ করা হয়েছে।
টেকক্রাঞ্চে প্রকাশিত আরেকটি ঘোষণা থেকে জানা গেছে, উইথইনের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস মিল্ক এবং হেড অব ফিটনেস লিয়ানে পেডানটে বিষয়টির সত্যতা প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, উইথইনের কোচ, ক্রোরিওগ্রাফার এবং ব্যবস্থাপকরা টিমের অংশ হিসেবে দায়িত্ব পালন অব্যহত রাখবেন। মেটার রিয়েলিটি ল্যাবের অধীন স্বাধীনভাবে সুপারন্যাচারালের জন্য তারা ভিআর ফিটনেস অভিজ্ঞতা নিয়ে কাজ করবেন। নতুন প্যারেন্ট কোম্পানি মেটার কাছে সকল ধরণের জবাবদিহিতা করবে উইথইন।
এই অধিগ্রহণের মাধ্যমে উইথইন রিসোর্সের পাশাপাশি অধিক মিউজিক, অধিক ফিচার এবং অধিক সামাজিক অভিজ্ঞতার সুযোগ পাবে বলে জানিয়েছে উইথইনের দুই শীর্ষ কর্মকর্তা।
ডিবিটেক/বিএমটি