সনির প্লেস্টেশন ৫ এর বিক্রি ধারাবাহিকভাবে এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে। সরবরাহ ঘাটতি থাকলেও বছরের বছরের দ্বিতীয় প্রান্তিকে ৩৩ লাখ ইউনিট বিক্রি হয়েছে, যা আগের প্রান্তিকে ছিলো ২২ লাখ। সবমিলে এক কোটি ৩৪ লাখ ইউনিট পিএস৫এস বিক্রি করেছে সনি।
এনগ্যাজেটে প্রকাশিত খবরে বলা হয়, আগের প্রান্তিকের তুলনায় গেম বিক্রির পরিমানও বেড়েছে। আগের প্রান্তিকে ছয় কোটি ৩৬ লাখ ইউনিট গেম বিক্রি হলেও দ্বিতীয় প্রান্তিকে বিক্রি হয়েছে সাত কোটি ৬৪ লাখ ইউনিট।
যেহেতু পিএস৫ এর বিক্রি বেড়েছে সেহেতু পিএস৪ এর বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। আগের প্রান্তিকে প্রায় পাঁচ লাখ ইউনিট বিক্রি হলেও এবার বিক্রি হয়েছে মাত্র দুই লাখ ইউনিট।
দ্বিতীয় প্রান্তিকে সনির গেমিং রেভিনিউ ২৭ শতাংশ বেড়ে ৫.৬৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। সনির আর্থিক বছর আগামী বছরের ৩১ মার্চ শেষ হবে।
মার্চের শেষ নাগাদ লক্ষ্য অনুযায়ী, দুই কোটি ২৬ লাখ ইউনিট ডিভাইস বিক্রির জন্য পর্যাপ্ত কম্পোনেন্ট নিশ্চিত করেছে সনি। ফলে ডিভাইস সঙ্কট দেখা না দিলেও, সনি লাভ ছাড়া এগুলো বিক্রি করবে না বলে পরিকল্পনা করেছে।
ডিবিটেক/বিএমটি