রাশিয়ার প্রযুক্তি জায়ান্ট ইয়ানডেক্স ইজরায়েলে তাদের ব্যবসায় সম্প্রসারণ অব্যহত রেখেছে। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি দেশটির ইলেকট্রিক স্কুটার সেবাদানকারী প্রতিষ্ঠান ‘উইন্ড’ অধিগ্রহণ করেছে। আর এই অধিগ্রহণের মাধ্যমে দেশটিতে ট্যাক্সি ও খাবার ডেলিভারি সেবায় আরেকধাপ এগিয়ে গেলো ইয়ানডেক্স। খবর রয়টার্স।
চলতি বছরের শেষ নাগাদ উইন্ড অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হতে পারে বলে প্রত্যাশা করছে ইয়ানডেক্স। তবে কী পরিমান অর্থ বা শর্তের বিনিময়ে এই অধিগ্রহণ হতে যাচ্ছে সেটি প্রকাশ করেনি কোনো কোম্পানিই।
ইয়ানডেক্স জানিয়েছে, এই অধিগ্রহণের আওতায় উইন্ডের ই-স্কুটার হার্ডওয়্যার, রিসার্চ ও ডেভেলপমেন্ট সক্ষমতা এবং দেশটিতে উইন্ডের অপারেশন যুক্ত রয়েছে।
অধিগ্রহণ সম্পন্ন হলে, ইজরায়েলের ১৩টি শহরে প্রায় সাড়ে চার হাজার স্কুটার নিয়ে সেবাদাতা প্রতিষ্ঠান উইন্ডের নাম পাল্টে ‘ইয়ানগো উইন্ড’ নামকরণ করা হবে। ইয়ানডেক্সের ট্যাক্সি ও খাদ্য প্রযুক্তি ব্যবসায়ের আন্তর্জাতিক বিভাগ ইয়ানডেক্স গো এর ইয়ানগো ব্র্যান্ডের অধীনে কোম্পানিটি পরিচালিত হবে।
গত জুলাইয়ে মস্কোতে ইলেকট্রিক স্কুটার ভাড়া প্রদান সেবা চালু করে ইয়ানডেক্স। ২০১৮ সালের ডিসেম্বরে ইজরায়েলে রাইড শেয়ারিং সেবা উদ্বোধন করে ইয়ানগো। পরের বছর ই-গ্রোসারি সেবা ইয়ানগো ডেলি’র মাধ্যমে ১৫ মিনিটে পণ্য ডেলিভারি সেবা চালু করে কোম্পানিটি।
ডিবিটেক/বিএমটি