গুগলের সেবার কবরস্থান ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিদায় জানাতে হচ্ছে ইন্টারনেট জায়ান্টটির প্লেক্স মোবাইল-ফাস্ট ব্যাংকিং সেবাকে। ঘোষণার মাত্র এক বছরেরও কম সময়ের মধ্যে সেবাটি বন্ধ করে দিচ্ছে গুগল। খবর এনগ্যাজেট।
গত বছরের নভেম্বরে সিটি ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে সাথে নিয়ে প্লেক্স মোবাইল-ফাস্ট ব্যাংকিং অ্যাকাউন্টের ঘোষণা দেয় গুগল। সেবাটি নিয়ে বেশিদূর আগাতে পারেনি গুগল, তাই অন্যান্য আরও সেবার মতো অকালেই গুগলের এই সেবাকে বিদায় জানাতে হচ্ছে প্রযুক্তিবিশ্বকে।
গুগলের একজন মুখপাত্র এনগ্যাজেটকে বলেন, নিজেরা এই সেবা দেয়ার পরিবর্তে আমরা ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের এই সেবাকে সহায়তা করতে আমাদের সিদ্ধান্ত বদলে ফেলেছি।
কোনো পণ্য বা সেবা বন্ধ করে দেয়ার ঘটনা গুগলের জন্য নতুন নয়। এর আগেও বহুবার এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
ডিবিটেক/বিএমটি