কেনিয়াতে মোবাইল ডিভাইসের জন্য বিনামূল্যের সেবা চালু চালু করলো নেটফ্লিক্স। এক অফিশিয়াল বিবৃতিতে এই তথ্য জানিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।
জিএসএম এরিনাতে প্রকাশিত খবরে বলা হয়, অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য বিজ্ঞাপনবিহীন এই সেবাটিতে সাইনআপ করার সময় ব্যবহারকারীকে কোনো পেমেন্ট তথ্য প্রদানের প্রয়োজন হবে না। সক্রিয় ইমেইল এবং বয়স ১৮ বছরের উপরে হলেই অ্যাকাউন্ট খোলা যাবে।
নতুন এই প্যাকেজে অবশ্য ব্যবহারকারীরা টেলিভিশনে কনটেন্ট কাস্ট করার সুযোগ পাবেন না। এছাড়া অফলাইনে দেখার জন্য ডাউনলোড অপশনও থাকছে না। তবে স্ট্যান্ডার্ড প্যাকেজের বিভিন্ন ফিচার যেমন পার্সোনালাইজড রিকমেন্ডেশন, মাল্টিপল প্রোফাইল, অ্যাড-ফ্রি প্লেব্যাক এবং প্যারেন্টাল কন্ট্রোল থাকছে।
বিনামূল্যের সেবার পাশাপাশি দেশটিতে পেইড প্যাকেজে ২৫ শতাংশ কম সার্ভিস চার্জে সকল সিনেমা ও শো দেখা যাবে। বিনামূল্যের গ্রাহকদের কতো সংখ্যক গ্রাহক পেইড সেবা গ্রহণ করেন সেটি পরীক্ষার জন্য নতুন প্যাকেজটি চালু করা হয়েছে। তবে অন্যান্য দেশেও এটি চালু করা হবে কিনা সেটি জানায়নি নেটফ্লিক্স।
ডিবিটেক/বিএমটি