গত শুক্রবার অ্যাপল ও এপিক গেমসের মধ্যে চলমান আইনী লড়াইয়ের রায় প্রকাশ করা হয়। বিচারক ইয়োভেন গনজালেস রজার্সের সেই রায়ে সন্তুষ্ট নয় এপিক গেমস। আর তাই আইনী লড়াই চালিয়ে যেতে ক্যালিফোর্নিয়ার এক আদালতে আপিল করেছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।
এক আইনী নথিতে এপিক গেমস তাদের আপিল পরিকল্পনা তুলে ধরেছে। তবে আপিলে রায়কে ঠিক কীভাবে এপিক চ্যালেঞ্জ জানাচ্ছে তা প্রাথমিক নোটিশে পরিষ্কার নয়।
শুক্রবারের ঐ রায়ে অ্যাপলের ইন-অ্যাপ লেনদেন প্রক্রিয়া লঙ্ঘন করায় ৩৬ লাখ ৫০ হাজার ডলার এবং নিজস্ব লেনদেন প্রক্রিয়া ব্যবহার করে ২০২০ সালের নভেম্বরের পর থেকে যা আয় হয়েছে, সেটির ৩০ শতাংশ ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে এপিককে। এতে স্বাভাবিকভাবে সন্তুষ্ট হতে পারেনি এপিক।
অন্যদিকে, অ্যাপলও এই রায়ে ছাড় পায়নি। রায় অনুযায়ী, আগামীতে আর কোনো ডেভেলপারের উপর নিজেদের লেনদেন প্রক্রিয়া ব্যবহারের বাধ্যবাধকতা চাপিয়ে দিতে পারবে না অ্যাপল। ফলে অ্যাপলও এতে সন্তুষ্ট হতে পারেনি।
রায়ের পর এপিক গেমসের প্রধান টিম সুইনি রায়টিকে ডেভেলপার বা ভোক্তাদের জন্য বিষয় হিসেবে দেখননি। তিনি আইনী লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান। আপিলের মাধ্যমে সুইনির সেই কথার সত্যতা মিললো।
ডিবিটেক/বিএমটি