চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টওয়াচের বাজারে অ্যাপলকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছে শাওমি। সাম্প্রতিক এক প্রতিবেদনের তথ্যমতে, শীর্ষ পাঁচে আরও রয়েছে হুয়াওয়ে, ফিটবিট ও স্যামসাং। খবর ৯টুম্যাক।
প্রতিবেদনে জানানো হয়, দ্বিতীয় প্রান্তিকে শাওমি ৮০ লাখ ইউনিট স্মার্টওয়াচ সরবরাহ করেছে, অন্যদিকে অ্যাপলের সরবরাহের পরিমান ছিলো ৭৯ লাখ ইউনিট স্মার্টওয়াচ।
কানালিস জানিয়েছে, অ্যাপলের পিছিয়ে পড়ার ক্ষেত্রে সময় একটি বড় ভূমিকা পালন করেছে। কারণ দ্বিতীয় প্রান্তিকে শাওমি নতুন মডেলের স্মার্টওয়াচ উন্মোচন করেছে। আর অ্যাপল ওয়াচ ভক্তরা সিরিজ ৭ স্মার্টওয়াচের জন্য অপেক্ষা করছে।
সকল সেগমেন্টের স্মার্টওয়াচে দ্বিতীয় প্রান্তিকে শাওমি ও অ্যাপলের মার্কেট শেয়ারের পরিমান ছিলো যথাক্রমে ১৯ দশমিক ছয় শতাংশ ও ১৯ দশমিক তিন শতাংশ। অন্য ব্র্যান্ডগুলোর মার্কেট শেয়ার এক ডিজিটের দেখা যায়। আর প্রিমিয়াম সেগমেন্টে অ্যাপলের মার্কেট শেয়ার ৩১ দশমিক এক শতাংশ। বাকি সব ব্র্যান্ড অ্যাপলের কাছাকাছিই নেই। এই সেগমেন্টে ৯ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে হুয়াওয়ে।
ডিবিটেক/বিএমটি