কয়েক মাস ধরে প্রত্যাশা বাড়িয়ে অবশেষে উইন্ডোজ ১১ উন্মুক্তের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৫ অক্টোবর থেকে উপযুক্ত ডিভাইসে ইনস্টল কিংবা ফ্রি আপগ্রেড করা যাবে অপারেটিং সিস্টেমটি। খবর এনগ্যাজেট।
সফটওয়্যার জায়ান্টটি জানিয়েছে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইস উপযুক্ত হলে বিনামূল্যে উইন্ডোজ ১১ এ আপগ্রেড করা যাবে। এছাড়া বাজারে নতুন আসা পিসিগুলোতে প্রি-ইনস্টল হিসেবে উইন্ডোজ ১১ থাকবে।
প্রথমদিনেই সকলে আপগ্রেড করতে পারবেন বিষয়টি এমন নয়। নতুন হার্ডওয়্যারকে প্রাধান্য দিয়ে এবং ডিভাইসের বয়স ও নির্ভরযোগ্যতা যাচাই করে ধারাবাহিকভাবে এটি উন্মুক্ত হবে। ২০২২ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সকল উপযুক্ত ডিভাইসে পৌঁছে যাবে উইন্ডোজ ১১।
এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, স্যামসাং এবং মাইক্রোসফটের যেসব পিসিতে প্রি-ইনস্টল হিসেবে উইন্ডোজ ১০ ছিলো সেসব ডিভাইসে শিগগিরই উইন্ডোজ ১১ আপডেট পৌঁছে যাবে বলেও জানা গেছে।
ডিবিটেক/বিএমটি