এখন থেকে নিউজফিডে রাজনৈতিক কনটেন্ট কম দেখাবে ফেসবুক। শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটির বরাত দিয়ে এই খবর জানিয়েছে এনগ্যাজেট।
চলতি বছরের প্রথমদিকে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল এবং ইন্দোনেশিয়াতে পরীক্ষামূলকভাবে রাজনৈতিক কনটেন্ট সীমাবদ্ধ করে ফেসবুক। এরপর কোস্টা রিকা, সুইডেন, স্পেন এবং আয়ারল্যান্ডে এটির পরীক্ষা চালানোর পরিকল্পনা করা হয়।
ফেসবুকের একজন মুখপাত্র বলেন, আমাদের কমিউনিটিতে থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে এই পরিবর্তন আনা হচ্ছে। আমরা ব্যবহারকারীদের কাছ থেকে ফেসবুকের কোন ফিচারটি তাদের জন্য কার্যকরী এবং কোন কোন বিষয়ে পরিবর্তন আনা প্রয়োজন নিয়মিতভাবে সেই মতামত নিয়ে থাকি। সেই মতামতের মধ্যে অনেকেই জানিয়েছিলেন তারা তাদের নিউজফিডে রাজনৈতিক কনটেন্টকে কীভাবে দেখেন।
তিনি আরও বলেন, আমরা মনে করি এই পরিবর্তন তাদের মতামতকে সঠিকভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানোর পরিমান কমে যাবে বলে মনে করা হচ্ছে।
ফেসবুকের এই উদ্যোগের ফলে রাজনৈতিক দলগুলোকে তাদের কনটেন্ট প্রকাশ ও প্রচারণায় নতুন কৌশল নিতে হবে। অপরদিকে এতে লাভবান হবে সংবাদমাধ্যমগুলো। কারণ রাজনৈতিক খবর পড়তে আগ্রহীরা ফেসবুকের বদলে সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ভিজিট করবেন।
ডিবিটেক/বিএমটি