স্কুলের ছুটিতে নিজের পিক্সেলেটেড শিল্পকর্ম তৈরি ও তা বিক্রির মাধ্যমে বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে তিন কোটি টাকা আয় করেছে মাত্র ১২ বছরের এক কিশোর। লন্ডনের এই কিশোরের নাম বেন ইয়ামিন আহমেদ।
প্রথাগত ব্যাংকিং ব্যবস্থায় আস্থা না থাকায় এনএফটির মাধ্যমে প্রাপ্ত উপার্জিত ২ লাখ ৯০ হাজার পাউন্ড ইথেরিয়াম আকারে ডিজিটাল ওয়ালেটে জমা রেখেছে।
বেন ইয়ামিনের এই সিরিজ আর্টওয়ার্কের নাম উইয়ার্ড ওয়েলস। প্রোগ্রামিংয়ের মাধ্যমে মোট ৩ হাজার ৩৫০টি তিমির ইমোজি মেম তৈরি করে এই ডিজিটাল আর্টওয়ার্কটি তৈরি করে সে।
ছুটির দিন সহ প্রতিদিন ২০-৩০ মিনিট ধরে এজন্য কোডিং করেছে বেন ইয়ামিন আহমেদ।
এর আগেও মাইনক্র্যাফট গেমের মতো একটি আর্টওয়ার্ক তৈরি করে সে। তবে তা খুব কম মূল্যেই বিক্রি করে। ইতোমধ্যেই সুপার হিরো থিমে তৃতীয় সিরিজের আর্টওয়ার্ক নিয়ে কাজ শুরু করেছে। পাশাপাশি তিমি নিয়ে একটি ‘আন্ডার ওয়াটার গেম’ তৈরি করতে যাচ্ছে সে।
আর তার সব কাজই ইতোমধ্যেই মেধাসত্ব আইনে সংরক্ষণ করার কথা জানিয়েছেন বেন ইয়ামিনের বাবা ইমরান আহমেদ। পেশায় তিনি একজন সফটওয়্যার প্রকৌশলী। তিনি জানিয়েছেন, পাঁচ বছর বয়স থেকেই বেন ইয়ামিন এবং ছয় বছর বয়স থেকে তার ভাই ইউসুফ কোডিং শুরু করে।