অবশেষে চ্যাট হিস্টোরি নিয়ে বৃহত্তম একটি সমস্যার সমাধান করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের মধ্যে চ্যাট হিস্টোরি ট্রান্সফার সুবিধা চালু করতে যাচ্ছে। খবর এনগ্যাজেট।
বুধবার স্যামসাংয়ের গ্যালাক্সি উন্মোচন অনুষ্ঠানে নতুন এই ফিচারটি সম্পর্কে তুলে ধরে হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডে সেবাটি আসছে। আর প্রথম ব্র্যান্ড হিসেবে স্যামসাংয়ের নতুন ফোল্ডেবলসহ অ্যান্ড্রয়েড ১০ ও পরবর্তী সংস্করণ চালিত ডিভাইসে এই সুবিধাটি পাওয়া যাবে। ধারাবাহিকভাবে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে সুবিধাটি আসবে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে চালু হতে যাওয়া ফিচারটির মাধ্যমে টেক্সটের পাশাপাশি ছবি এবং ভয়েস মেমোও ট্রান্সফার করা যাবে। ফলে একজন অ্যান্ড্রয়েড কিংবা আইওএস ডিভাইস ব্যবহারকারী তার ডিভাইস পরিবর্তন করলে অপর অপারেটিং সিস্টেমে ডিভাইসে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্টোরি ট্রান্সফার করে নিতে পারবেন।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এটি বাস্তবায়ন খুবই কঠিন ছিলো। যেহেতু মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশন ও ডিভাইসে সংরক্ষণ থাকে তাই সেটির মাইগ্রেশনের জন্য অতিরিক্ত কাজ করতে হয়েছে। এজন্য হোয়াটসঅ্যাপ, অপারেটিং সিস্টেম ডেভেলপার এবং ফোন নির্মাতা প্রতিষ্ঠান একযোগে কাজ করেছে। এককথায় সমন্বিত চেষ্টার ফলেই ফিচারটি উন্মোচন করা গেছে।
ডিবিটেক/বিএমটি