সাম্প্রতিক সময়ে এসার এবং অ্যাপল একমাত্র পিসি নির্মাতা প্রতিষ্ঠান নয় যারা র্যানসমওয়্যার আক্রমণের শিকার হয়েছে। সম্প্রতি তাইওয়ানের পিসি নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট একই ধরনের হামলার শিকার হয়েছে। আর এতে প্রতিষ্ঠানটির ১১২ গিগাবাইট স্পর্ষকাতর ডেটা হ্যাকারদের হাতে চলে গেছে। খবর এনগ্যাজেট।
গত তিন থেকে চার আগস্টের মধ্যে গিগাবাইট এই সাইবার হামলার শিকার হয়। বিষয়টি বুঝতে পারার পরপরই নিজেদের আইটি অবকাঠামো বন্ধ করেছে গিগাবাইট। তবে এই হামলায় অল্প কয়েকটি সার্ভারে প্রভাব পড়েছে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।
এই র্যানসমওয়্যার হামলায় বেহাত হওয়ার ডেটার মধ্যে ইন্টেল ও এএমডির চিপ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও একটি ডিবাগ নথি রয়েছে বলে জানা গেছে। এছাড়া সাইবার আক্রমণের প্রভাবে গিগাবাইটের সাপোর্ট পেইজ ও তাইওয়ানের স্থানীয় পেজে প্রভাব পড়েছে।
র্যানসমওয়্যারএক্সএক্স নামের একটি হ্যাকার দল এই সাইবার আক্রমণ চালিয়েছে বলে জানা গেছে। ২০১৮ সালে গঠিত দলটি বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের উপর আক্রমণ চালিয়েছে। ব্রাজিল সরকার, টেক্সাসের পরিবহন বিভাগ এবং ইকুয়েডরের সরকারি টেলিকম প্রতিষ্ঠান তাদের হামলার শিকার হয়েছে।
গিগাবাইট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীয় সাথে এই সাইবার হামলার বিষয়ে কাজ করছে। তবে হ্যাকারদের দাবি মেটাবে কিনা সে বিষয়ে কোনো কিছু বলেনি গিগাবাইট।
ডিবিটেক/বিএমটি