প্রায় দেড় বছর ধরে করোনাভাইরাস সম্পর্কিত ভুয়া তথ্য নিয়ে বেশ বেকায়দায় শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। নানা নীতিমালা, যাচাই-বাছাই ও শাস্তির ব্যবস্থা করেও আটকানো যাচ্ছে না ভুয়া তথ্য। এমনকি ভুয়া তথ্যের প্রচারণা থেকে রেহাই পাননি চিকিৎসকরাও।
বিশ্বব্যাপী চিকিৎসকদের মাঝে নেটওয়ার্কিং টুল হিসেবে বেশ জনপ্রিয় ‘ডক্সিমিটি’। এই সাইটে বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ও গবেষণা প্রতিবেদন শেয়ার করেন ব্যবহারকারীরা। তবে এই সাইটের মন্তব্যের বিভাগে টিকার নিরাপত্তা, মাস্কের কার্যকারিতাসহ বিভিন্ন রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে ভুয়া খবর ছড়িয়ে দেয়া হচ্ছে।
যারা ভুল খবর ও ভুল তথ্য দিয়ে মন্তব্য করছেন তাদের একটি অংশ নিজেদের আসল নাম ব্যবহার করেই মন্তব্য করছেন এবং তাদের যাচাইকৃত চিকিৎসা সনদ রয়েছে বলে জানিয়েছে ডক্সিমিটি। এ ধরণের কনটেন্ট ঠেকাতে স্পষ্ট নীতিমালা রয়েছে বলে দাবি করেছে সাইটটি।
মন্তব্যের সত্যতা যাচাই করতে আলাদা দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরাও রয়েছে বলে জানিয়েছে ডক্সিমিটি। তারপরেও এভাবে ভুয়া তথ্য ছড়ানোর কোনো ব্যাখ্যা দিতে পারেনি প্রতিষ্ঠানটি। ভুয়া মন্তব্যগুলো কবে নাগাদ সরানো হবে সেটিও জানায়নি ডক্সিমিটি কর্তৃপক্ষ।
ডিবিটেক/বিএমটি