প্রায় এক বছর ধরে গুগলের হ্যাংআউট বন্ধের কথা শোনা যাচ্ছে। সেবাটি বন্ধে ধীরে ধীরে প্রতিমাসেই নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে গুগল। এবার বেশ জোরালো পদক্ষেপ নিলো প্রযুক্তি জায়ান্টটি। মোবাইলে হ্যাংআউট ব্যবহারকারীদের সাইনিং আউট বা বের করে দিচ্ছে গুগল। খবর গিজমোডো।
প্রকাশিত খবরে বলা হয়েছে, আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে যারা ফ্রি পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহারকারী রয়েছেন তারা একটি ব্যানার দেখতে পাচ্ছেন। ব্যানারে লেখা রয়েছে ‘গুগল চ্যাট কর্তৃক প্রতিস্থাপিত হচ্ছে হ্যাংআউট’।
এছাড়া যুক্ত করা হয়েছে ‘লার্ন মোর’ বাটন। সেখানে ক্লিক করলে সহায়তা নিবন্ধে নিয়ে যাওয়া হচ্ছে। যেই নিবন্ধে হ্যাংআউট থেকে চ্যাটে সুইচ করার বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। একইসাথে ‘সুইচ টু চ্যাট ইন জিমেইল’ বাটনও রয়েছে।
যদি কেউ সুইচ বাটনে ক্লিক করেন তাহলে তাকে হ্যাংআউট মোবাইল অ্যাপ থেকে সাইট আউট করে দেয়া হচ্ছে। ফলে উক্ত ব্যবহারকারী হ্যাংআউটের কোনো নোটিফিকেশন পাবেন না কিংবা অ্যাপটি দিয়ে কোনো মেসেজ পাঠাতে পারবেন না।
গুগল একইসাথে জানিয়েছে, হ্যাংআউটে যেসব সুবিধা রয়েছে তার সবই গুগল চ্যাটে রয়েছে। এমনকি হ্যাংআউটের পুরাতন আলাপচারিতাগুলো চ্যাটে পাওয়া যাবে।
শুধু মোবাইল ডিভাইস নয়, গুগলের হ্যাংআউট ওয়েবসাইটেও পরিবর্তনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এরপর ভিজিটরদের চ্যাট ওয়েবসাইটে রিডিরেক্ট করে দেয়া হচ্ছে।
ডিবিটেক/বিএমটি