অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় লেনদেনের ঘটনা ঘটতে যাচ্ছে। টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির প্রতিষ্ঠান স্কোয়ার ২৯ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে অস্টেলিয়ার ফিনটেক প্রতিষ্ঠান ‘আফটারপে’ অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। খবর এনগ্যাজেট।
দোকান কিংবা অনলাইন শপ থেকে পণ্য কেনার পর চারটি আলাদা কিস্তিতে পণ্যের মূল্য পরিশোধের সুযোগ দেয়া আফটারপে। নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তি পরিশোধ করলে গ্রাহকদের বাড়তি কোনো ফি দিতে হয় না। ‘বাই নাও, পে লেটার’ স্লোগানে পরিচালিত আফটারপে’র এই ব্যবসায়িক কৌশলের কারণে বেশ জনপ্রিয়।
বর্তমানে অস্ট্রেলিয়াসহ কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে আপটারপে’র সেবা চলমান রয়েছে। এক কোটি ৬০ লাখ গ্রাহক রয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া বিশ্বব্যাপী প্রায় এক লাখ ব্যবসায় প্রতিষ্ঠান এর সাথে যুক্ত রয়েছে।
অধিগ্রহণের বিষয়ে জ্যাক ডরসি এক বিবৃতিতে জানিয়েছেন, স্কোয়ার ও অফটারপে’র উদ্দেশ্য একই। আর্থিক ব্যবস্থাকে সহজ, ন্যায্য ও গ্রহণযোগ্য করতে আমরা স্কোয়ার প্রতিষ্ঠা করেছি, আর একই ধরনের নীতিতে নিজেদেরকে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পেরেছে আফটারপে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার নিক মোলনার ও অ্যান্থনি আইসেন ২০১৪ সালে আফটারপে প্রতিষ্ঠা করেন। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী গত বছরের তুলনায় প্রতিষ্ঠানটির মুনাফা ৯১ শতাংশ বেড়েছে।
ডিবিটেক/বিএমটি