আবারও ফিরছে মাইক্রোসফট অফিসের ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট ক্লিপি। তবে এবার ফিরছে ইমোজির বেশে।
মা্ইক্রোসফট ৩৬৫ সেবায় ‘পেপারক্লিপ ইমোজি’ লেখার সঙ্গে সঙ্গে এসে হাজির হবে পেপার ক্লিপ সদৃশ কার্টুনটি।
কিছুদিন আগে ক্লিপি ফিরিয়ে নেয়ার বিষয়ে নিজ ব্যবহারকারীদের উদ্দেশ্যে টুইট করেছিলো মাইক্রোসফট। সেখানে লিখেছিল, “আমরা এ পোস্টে ২০ হাজার লাইক পেলে ক্লিপিকে ফিরিয়ে আনব।”
এ ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই ওই পোস্টের লাইক ছাড়িয়ে যায় এক লাখের ঘর। এরপর মাইক্রোসফটের অন্যান্য অ্যাকাউন্টধারীরাও ১৭ জুলাইয়ের ‘ওয়ার্ল্ড ইমোজি ডে’ বা বিশ্ব ইমোজি দিবসকে সামনে রেখে এ পদক্ষেপের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
এমনকি অফিশিয়াল এক্সবক্স অ্যাকাউন্ট থেকেও অনেক ‘ফ্রি ক্লিপি’বা “ক্লিপিকে মুক্ত কর” ডাক দেন।
এক ব্লগ পোস্টে মাইক্রোসফটের নকশাকারী দল জানিয়েছে, গোটা পুনঃনকশা উদ্যোগটিই আদতে মাইক্রোসফটের ইমোজিকে রংবেরংয়ের থ্রিডি নকশায় নিয়ে আসার একটি অংশ।