রিভিউ বিশ্লেষণী অ্যাপ ফেকস্পট অ্যামাজনে প্রকাশিত ভুয়া রিভিউ চিহ্নিত করে থাকে। তবে অ্যামাজনের অনুরোধের পরিপ্রেক্ষিতে অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে। খবর জিএসএম এরিনা।
অ্যামাজন অ্যাপলকে জানায় যে, ফেকস্পট ব্যবহারকারীদের ভুয়া তথ্য সরবরাহ করে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। ই-কমার্স জায়ান্টটি নিশ্চিত করেছে যে, ফেকস্পটের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।
সবচেয়ে উদ্বেগের কারণ হলো, ফেকস্পট গত জুনে অ্যাপকে রিডিজাইন করে প্রকাশ করে এবং এটির ওয়েবসাইটে কোড ইনজেক্ট করে। এর মাধ্যমে অ্যাপটি গ্রাহকদের ব্যক্তিগত তথ্য যেমন ক্রেডিট কার্ড নাম্বার, যোগাযোগ নম্বরসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করছে বলে দাবি করেছে অ্যামাজন।
ই-কমার্স জায়ান্টটি বলছে, কোম্পানিটি নিরাপত্তা ঝুঁকি নিয়ে ফেকস্পটের সাথে যোগাযোগ করেছে তবে অ্যাপ ডেভেলপার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এরই পরিপ্রেক্ষিতে অ্যাপলকে অ্যাপটি অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলানোর অনুরোধ করে।
ডিবিটেক/বিএমটি